খেলা

আইপিএলের নিলাম দেখার অপেক্ষায় দেশবাসী

IPL Auction

The Truth of Bengal: বিশ্বকাপের সময় থেকেই আইপিএল এর নানা রকম কথাবার্তা হতে শুরু হয়েছিল । বিশ্বকাপের পর থেকেই আইপিএল নিয়ে মাতামাতি শুরু হয়েছে বেশ ভালো রকম ভাবেই। এদিকে আসছে আইপিএলের নিলামের দিন। ১৯ সে ডিসেম্বর হতে চলেছে আইপিএলের নিলাম। আইপিএলের আগে থেকেই দেশবাসীর কার্যত  আইপিএল জ্বরে  ভুগতে থাকে। ট্রেনে বাসে ট্রামে সব জায়গায় আলোচনা হয় কেকেআর সিএসকে আরসিবির মতো দলগুলোর পারফরম্যান্স নিয়ে। ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসতে  চলেছে আইপিএলের নিলাম ।

টুর্নামেন্ট এখনো অনেক দেরি থাকলেও নিলাম দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী আর এই নিলাম হবে  উনিশে ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটেই ।আইপিএলের ম্যাচ ২০২৪এর  মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এবারের আইপিএল বিদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেশে রয়েছে নির্বাচন। নিলামটাও  বিদেশে হচ্ছে তেমন ম্যাচটাও বিদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এখন অপেক্ষা নির্বাচনের দিন ক্ষণের । সেই দিন ক্ষণ ঘোষিত হলেই আইপিএলের সূচি ঘোষিত হবে ।

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার পর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা। জন্য ৩৩৩ জন তারকা নাম নথিভুক্ত করেছেন তার মধ্যে রয়েছে ভারতীয় খেলোয়াড় ২১৪। ২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। তার পর থেকে দিনে দিনে বেড়েছে এই ক্রিকেট লিগের জনপ্রিয়তা। শুধু ভারত নয়, বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার এবং ক্রীড়া ব্যক্তিত্বরা এই লিগের সঙ্গে যুক্ত। আপাতত কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই বা ভারত সরকার।

Related Articles