ফুলবাড়িতে মেগা পানীয় জল প্রকল্প, পরিশ্রুত পানীয় জল মেলার আশায় রয়েছে উত্তরবঙ্গের মানুষ
Mega drinking water project in Phulbari, people of North Bengal hoping to get purified drinking water

The Truth Of Bengal: ফুলবাড়িতে শুরু হল মেগা পানীয় জল প্রকল্প।ব্যয় ধরা হয়েছে ৫১১কোটি টাকা। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শেষ করার ওপর জোর দিচ্ছেন মেয়র গৌতম দেব। ১২ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন। পরিশ্রুত পানীয় জল মেলার আশায় রয়েছে উত্তরবঙ্গের মানুষ।
শিলিগুড়ি শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য শীঘ্রই দ্বিতীয় মেগা পানীয় জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে বৃহস্পতিবার ফুলবাড়িতে পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন জল প্রকল্পের পাইপ বসানোর জন্য কেউ উচ্ছেদ হবে না। আপাতত কয়েকটি ঘর সরিয়ে নিতে হলেও পাইপের কাজ শেষ হলে ওই পরিবার গুলি পুনরায় সেখানে ঘর করতে পারবেন। বিষয়টি দেখার জন্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গিয়েছে যে ৫১৯ কোটি টাকা ব্যয়ে মেগা পানীয় জল প্রকল্প হবে ফুলবাড়িতে। ইতিমধ্যেই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া ও ওয়ার্ক অর্ডারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রকল্পের শিলান্যাস করেন। গজলডোবা থেকে তিস্তা নদীর জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে এনে পরিশ্রুত করার পর বৃহত্তর শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ করা হবে।
Free Access