The Truth of Bengal: উচ্চপ্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং বন্ধ করা যাবে না। হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের নির্দেশ, এখনই কাউন্সেলিং বন্ধ করা যাবে না। স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে যেতে পারবে। উচ্চপ্রাথমিকে ২০১৬ সালের একটি মেধা তালিকায় নিয়োগ নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে।
নানা কারণে কাউন্সেলিং বন্ধ ছিল। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ার শুরু করার ব্যাপারে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় কলকাতা হাই কোর্ট কাউন্সেলিং শুরুর নির্দেশ দেয় এসএসসি-কে। তবে কাউন্সেলিং করা হলেও কাউকে নিয়োগপত্র দিতে পারবে না বলে জানানো হয়। সেই নির্দেশ মেনে উচ্চপ্রাথমিকে ১৪৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে এসএসসি।
তবে উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য ছিল, প্যানেল তৈরিতে নিয়ম মানা হয়নি। সেই প্যানেল নিয়ে কাউন্সেলিং শুরু হয়েছে। তাই কাউন্সেলিং বন্ধের আবেদন জানান মামলাকারী চাকরি প্রার্থীদের একাংশ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। এই মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ বহাল থাকবে।
Free Access