প্রযুক্তি

বাজেট স্মার্টফোনে আইফোনের ফিচার

Features of iPhone in smartphone

The Truth of Bengal,Mou basu: মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের পকেটের কথা বিবেচনা করে পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল টেকনো মোবাইল ইন্ডিয়া সংস্থা। Spark Go 2024 নামের নয়া স্মার্টফোনের দামও নাগালের মধ্যে, মাত্র ৬৬৯৯। এই পকেট ফ্রেন্ডলি বাজেট স্মার্টফোনে পাওয়া যাবে আইফোনের ফিচার। এখন অনলাইনে মিললেও আগামী বছর বাজারে চলে আসবে এই ফোন। Tecno Spark Go 2024 এতে আছে এইচডি+ডিসপ্লে, ১৩মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Unisoc T606 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোন মিস্টিক হোয়াইট ও গ্র্যাভিটি ব্ল্যাক রঙে মিলবে। ৩ জিবি র্যাম+ ৬৪ জিবি স্টোরেজ সহ স্মার্টফোনের মূল্য ৬,৬৯৯ টাকা। এই স্মার্টফোন ৭ ডিসেম্বর থেকে ইকমার্স সংস্থা অ্যামাজনে (Amazon) কিনতে পাওয়া যাচ্ছে।

টেকনো স্পার্ক গো ২০২৪-এ রিয়ার প্যানেলেবর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা বাইরের দিকে উঠে থাকবে না। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। স্পার্ক গো ২০২৪-এর সামনে ডায়নামিক পোর্ট ফিচার-সহ পাঞ্চ-হোল কাটআউট আছে, যা অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করে অর্থাৎ নোটিফিকেশন আসলে দেখা যাবে।স্মার্টফোনটিতে এইচডি+রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। টেকনো স্পার্ক গো ২০২৪ ইউনিসকটি ৬০৬ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র্যাম এবং ১২৮জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য,Tecno Spark Go 2024-এ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা একটিএআই (AI) লেন্সের সঙ্গে যুক্ত। আর ফোনের সামনে একটি ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা রয়েছে। উন্নত অডিওর জন্য, ফোনে ডিটিএস (DTS) দ্বারা টিউন করা ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, যা ৪০০% জোরে সাউন্ড শোনা যাবে বলে দাবি করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ইউএসবি-সাপোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ভিত্তিক (HiOS 13) গো এডিশনে চলে। ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।এছাড়াও Dual 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n (2.4GHz), Bluetooth 5.0, GPS, USB Type-C আছে।

Related Articles