খেলা
Trending

পারফরম্যান্স নিয়ে চিন্তায় ফেরান্দো, সবুজ মেরুনের মুখোমুখি হায়দ্রাবাদ এফসি…

Ferrando Worried about Performance, Green Maroons face Hyderabad FC

The Truth Of Bengal: আইএসএলে এবার মোহনবাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে । সেই ম্যাচে কেমন পারফরম্যান্স করবে খেলোয়াড়রা তার নিয়ে চিন্তায় কোচ । কারণ এর আগে এএফসি কাপে ওড়িশার কাছে হার মোহনবাগানের। তাছাড়াও একাধিক খেলোয়াড়ের চোট রয়েছে । মনবীর দিমিত্ররা চোটে কাবু ।

আইএসএলের মরসুম চলছে । চলতি বছরের আইএসএল ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।  গতবারের মতো এবারও মোহনবাগান জায়গা ছাড়তে নারাজ । কিন্তু দলের একাধিক খেলোয়াড় রয়েছে চোট আঘাতে জর্জরিত ।  এদিকে এএফসি কাপে মোহনবাগানের হার হয় । লজ্জার পাঁচ গোল হজম করতে হয় ।  গত সোমবার যুবভারতীতে ওড়িশা এফসি-র কাছে ৫-২ গোলে পরাস্ত হল হুয়ান ফেরান্দোর দল। ওড়িশার হয়ে গোল করেন রয় কৃষ্ণা। মোহনবাগানের  আইএসএল এর পরবর্তী ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে। চোট আঘাতে জর্জরিত খেলোয়াড়রা কী করবে তা নিয়ে চিন্তার ভাঁজ কোচের কপালে ।  আইএসেলের মরশুমে যা ধাক্কার । শুধু তাই নয় , সে পথেই যেন রয়েছেন দিমিত্রি পেত্রাতোসও। মধবীরের ও চোট রয়েছে সেও কি নামতে পারবে ? প্রশ্ন তৈরি হয়েছে । দুই ভরসা যোগ্য খেলোয়াড় কে ছাড়াই কি হায়দ্রাবাদের বিপক্ষে অভিযান !

মরসুমের শুরু থেকেই মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বার বার বলেছিলেন, তাঁর আসল লক্ষ্য এএফসি কাপে ভাল ফল করা। মোহনবাগান শুরুটাও করেছিল ভাল ভাবেই। কিন্তু শেষের দিকে ছন্দ পতন । লজ্জার হার । দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলায় অনেকটাই ঝাঁজ লক্ষ করা যায়। লিস্টন দু’-এক বার ভালই আক্রমণ করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি সেদিন । এদিকে আইএসএলে দিমিত্রিও যদি না  ফেরে তাহলে চাপ  আরও বাড়বে কোচ জুয়ান ফেরান্দোর । মোহনবাগানের তরফে অবশ্য  দাবি করেছেন প্রথম থেকেই আশিকের চোটকে গুরুত্ব দেননি। দিমিত্রি কে ছেড়ে জুয়ান ফেরান্দোকে নতুন করে ভাবতে হবে বলেই মনে করা হচ্ছে । চলতি বছরেই বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আশিক কুরুনিয়ান।   এর আগে এএফসি কাপের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান আনোয়ার আলি। আপাতত বেশ কয়েকদিন মাঠের বাইরে বাগানের তারকা ডিফেন্ডার। আনোয়ারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা মোহনবাগানে।

Free Access

Related Articles