বিনোদন

বলি থেকে টলি তারকাদের নিয়ে ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসব হবে আরও জাকজমকপূর্ণ

29th Kolkata International Film Festival

The Truth of Bengal: আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর ৪৯টি দেশের মোট ২১৯টি ছবি দেখানো হবে ২৩টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।

এবছর চলচ্চিত্র উৎসবের টাইটেল সং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ও পরিকল্পনায় তৈরি হয়েছে। গানটি গেয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সলমন খান, অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এবছর থালি গার্ল কৌশানী মুখোপাধ্যায়।

বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। বুধবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, অরিন্দম শীল, চিরঞ্জিত চক্রবর্তী ও সুদেষ্ণা রায়।

Free Access

Related Articles