
The Truth of Bengal: বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সেই অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই গাজায় চার দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। কিন্তু ইসরায়েলের তরফ থেকে জানানো হয় যে, শুক্রবারের আগে তাদের পক্ষে হামলা বন্ধ করহা সম্ভব নয়। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুক্রবার থেকেই এই যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু এই যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা জোরদার হবে বলে ঘোষণা করেন ইসরালের প্রতিরক্ষামন্ত্রী।
বৃহস্পতিবারই নৌবাহিনীর বিশেষ অভিযান ইউনিটের সঙ্গে দেখা করে ইয়োভ গ্যালান্ট বলেন, স্বল্প সময়ের এই বিরতি শেষ হলে অন্তত আরও দুই মাস হামাসের বিরুদ্ধে লড়াই তীব্রতর করবে ইসরায়েল বাহিনী। গ্যালান্ট জানান, আগামীদিনগুলোতে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে সেটা খুবই স্বল্প সময়ের জন্য। সেনাদের উদ্দেশ্যে গ্যালান্টের বক্তব্য, বিরতির সময় যুদ্ধ চালানোর জন্য প্রস্তুতি নিতে সংঘশ্রটিত হওয়া প্রয়োজন।
তদন্ত করতে হবে, আরও অস্ত্র সরবরাহ করতে হবে। ইয়োভ গ্যালান্টের কথায়, এই যুদ্ধ একটি চলমান প্রক্তিয়া। ইসরায়েলের এই নির্বিচার হামলার দেড়মাস পর ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্য়কর হচ্ছে আজ। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, চুক্তির ভিত্তিতে, জিম্মি ১৩ নাগরিককে মুক্তি দেবে আজ হামাস। তার বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ৫০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে।
Free Access