
The Truth of Bengal: নিশ্চিন্তে বাজি ফাটান। পোড়ান আতশবাজি। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কালী পুজোতে শীতের আমেজ। ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা। দুই উৎসবেই মনোরম পরিবেশ; পরিষ্কার আকাশ; হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
সিনোপসিস
কলকাতায় ২০/২২ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭/১৮ ডিগ্রিতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত পরিষ্কার আকাশ। সকাল, সন্ধ্যে শীতের আমেজ। আগামী 5 থেকে 7 দিন এরকমই থাকবে আবহাওয়া, জানালো আবহাওয়া দপ্তর।
সিস্টেম
একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায় এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূনাবর্ত নিম্নচাপে পরিণত। আজ এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই।
দক্ষিণবঙ্গে
হেমন্তের আবহাওয়ায় আবহাওয়া একই রকম থাকবে আগামী কয়েক দিন। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা। আগামী তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা তারপর সামান্য বাড়বে তাপমাত্রা।
পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রির ঘরে থাকবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
উত্তরবঙ্গে
আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব। জেলায় জেলায় পরিষ্কার আকাশ, স্বাভাবিক তাপমাত্রা। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।
কলকাতায়
বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। পরিষ্কার আকাশ। খুব হালকা শীতের আমেজ।সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ।
ভিনরাজ্যে
আরব সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী তিনদিন কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়।একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। বৃহস্পতিবার ও শুক্রবার এর মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশে বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হরিয়ানা, চন্ডিগড় পাঞ্জাব রাজস্থান এবং দিল্লিতে ও। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী সাতদিন।
Free Access