পুজোর কোলাহল থেকে একটু নিরিবিলি সময় কাটাবেন! দেরি না করে চলে আসতে পারেন হরিহর গ্রামে
Tourism of West Bengal

The Truth of Bengal: কর্পোরেট কর্তা থেকে বেসরকারি সংস্থার কর্মী,সবাই বড় ব্যস্ত। ছুটির ফুরসত একেবারেই মেলে না।সময় যেটুকু মেলে সেটা পুজোতেই।তাই যাঁরা পুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত নন,তাঁরা ছুটে যেতে চায় নিরিবিলি-নির্জন কোনও অফবিট জায়গায়। সেরকমই এখন অন্যরকম আবহ রয়েছে বর্ধমান শহর থেকে ১০কিমি দূরের অরণ্য পার্ক অ্যান্ড রিসর্ট।যেখানে রয়েছে খোলা আকাশের নিচে, একটু শান্ত পরিবেশ।
প্রকৃতির আশ্রয়ে বেড়ে ওঠা এই রিসর্ট ধীরে ধীরে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসছে।কারণ কলকাতার কাছেই এরকম শহরের কোলাহল মুক্ত এক গ্রাম্য মনোরম পরিবেশ মেলা দুষ্কর। এই রিসর্টে নৌকা বিহারের দারুণ ব্যবস্থা আছে।সুর দরিয়ায় ভেসে বেড়াতে থাকে বাউল গান।
Song বাঁকুড়া মোর থেকে ৭কিলোমিটারের মধ্যেই রয়েছে এই অরন্য রিসোর্ট পার্ক।পুজোর জমজমাট অনুষ্ঠানের মাঝে কেউ কেউ প্রকৃতির কোলে মায়ের সাধনার খোঁজে এখানে আসেন।মাটির সুরেই সবুজের সংসারের মাঝে দুদণ্ড কাটিয়ে বেশ তৃপ্তি পায়।তবে এর জন্য আপনাকে আলাদা টাকা খরচ করতে হবে। নৌকা ভাড়া ৩০ মিনিটের জন্য ৪০০-৭০০ টাকার মধ্যে। বাউল গান শুনতে খরচ হবে অতিরিক্ত ৩০০ টাকা।
Free Access