রাজ্যের খবর

কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত, এসটিএফের হাতে গ্রেফতার মণিপুর, নাগাল্যান্ডের বাসিন্দা

Four drug peddler arrested

The Truth of Bengal: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ। তার মধ্যে দুজন মণিপুর এবং একজন নাগাল্যান্ডের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্র মারফৎ খবর, স্পেশাল টার্স ফোর্সের একটি দল রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার জাতীয় সড়ক সংলগ্ন এলাকা উমরপুর মোড়ে অভিযান চালায়। সেখানেই চারজনকে পাকড়াও করা হয়। তার মধ্যে রয়েছে বহরমপুরের বাসিন্দা মহম্মদ মেফতাহুল ইসলাম (৪২), মারলিং খোরলিহিং (৩৭) নেমপি নগাইলুট (৪২) এবং নাগানেইখিম হাওকিপ (৪২)। এদের মধ্যে মারলিং নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। নেমপি মণিপুরের কাংপোকপি ও হাওকিপ চুড়াচাঁদপুরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এসটিএফ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদকচক্রের খোঁজ চালাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদকপাচারচক্রের জাল পড়শি দেশেও ছড়িয়ে রয়েছে।