মমতাকে বেনজির আক্রমণ কেন্দ্রীয়মন্ত্রীর, বললেন, ‘আর্বান নকশালদের মতো আচরণ করছেন’
কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রকে অরাজকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে

The Truth of Bengal: কেন্দ্রের বিরোধিতা করলেই শাসক শ্রেণিক একটা অংশ থেকে তকমা লাগানো হত, আর্বান নকশাল। এবার একটি রাজ্যের নির্বাচিত সরকারের প্রধানকেই একই তকমা লাগিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। আর এই বিষয়টিতেই স্তম্ভিত রাজনৈতিকমহল। প্রশ্ন উঠতে শুরু করেছে, একটি নির্বাচিত সরকারের প্রধানকে এমন ভাষায় কীভাবে আক্রমণ করা যেতে পারে?
একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার বকেয়া পাওনার দাবি, গণ আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই আন্দোলনের পুরোভাগে রয়েছেন অভিষেক। তাঁর নেতৃত্বে দিল্লির বুকে আন্দোলনের ঝাঁঝ বাড়তে শুরু করেছে। এই অবস্থায় সোমবার পাল্টা দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি সরাসরি বেনজির আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, বাংলায় মমতার নেতৃত্বে তৃণমূল সরকারের আচরণ ‘শহুরে নকশাল’দের মতো আচরণ করছেন।
বিহারের বেগুসরাই থেকে সাংবাদিক বৈঠকে নিশানা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল সরকার। বাংলার শাসক শিবিরকে ‘লুঠের সরকার’, ‘খুনি সরকার’ বলেও কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রীর দাবি, বাংলায় বিরোধীরা মুখ খুললে তাঁকে খুন করে দেওয়া হয়। তাঁর আরও দাবি, দিল্লিতে এসে কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রকে অরাজকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলায় প্রায় ২৫ লাখ ভুয়ো জব কার্ডে টাকা উঠেছে। সেই টাকা কোথায় গেল, সেই নিয়ে সিবিআই তদন্তের পক্ষেও জোরাল সওয়াল করেছেন তিনি।