
The Truth of Bengal: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বাড়ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কোটি কোটি ভারতীয় নাগরিক। অনেকেই প্রাত্যহিক খরচ চালাতে গিয়ে দেনার দায়ে জড়িয়ে পড়ছেন।এনডিএ সরকার এই পরিস্থিতিতে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে জোরদার প্রচার চালাচ্ছে, আগামীদিনে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। এদিকে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে অন্য কথা।
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতজুড়ে গৃহস্থের সঞ্চয় কমেছে। ২০২২-২০২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয় দাঁড়িয়েছে জিডিপির ৫ দশমিক ১ শতাংশ। এর আগের অর্থবর্ষে এই সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির ৭ দশমিক ২ শতাংশ।অর্থনীতিবিদদের মতে, ১৯৭৬-১৯৭৭ সালের পরে এই পরিস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। প্রসঙ্গত, কীভাবে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেব্যাপারে কোনও দিশা দেখাতে পারছে না কেন্দ্র।
এদিকে ভারতীয় নাগরিকদের সঞ্চয়ের হার বর্তমানে সর্বনিম্নে এসে ঠেকেছে।অর্থনীতিবিদদের মতে, সংসার চালানোর খরচ দিনে দিনে বাড়তে থাকার ফলেই কোটি কোটি ভারতীয় নাগরিক রোজগারের টাকা থেকে কিছু টাকা সাশ্রয় করে তা সঞ্চয় করতে পারছেন না।রিজার্ভ ব্যাঙ্ক প্রকাশিত ওই রিপোর্টে আরও দেখা যাচ্ছে, গত একবছরে গৃহস্থের ঋণ বেড়েছে অন্তত ৫ দশমিক ৮ শতাংশ। জিডিপি নিরিখে এই দেনার বোঝার শতকরা হার ৩৭ দশমিক ৬ শতাংশে এসে ঠেকেছে।
Free Access