দেশ

বড় পদক্ষেপ ভারতীয় রেলের, এবার চলন্ত ট্রেনেই মিলবে এটিএম পরিষেবা

Indian Railways to provide ATM service on moving trains

Truth of Bengal: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এবার ট্রেনের মধ্যেই বসানো হচ্ছে এটিএম মেশিন, যাতে যাত্রাপথে যাত্রীদের নগদের প্রয়োজন হলে আর সমস্যা না হয়। পরীক্ষামূলকভাবে একটি দূরপাল্লার ট্রেনে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, মুম্বই-মানমাড রুটের পঞ্চবটি এক্সপ্রেসের একটি এসি চেয়ারকার কোচে প্রথম এই এটিএম মেশিন বসানো হয়েছে। এটি একটি বেসরকারি ব্যাঙ্কের সহায়তায় স্থাপন করা হয়েছে এবং খুব শিগগিরই যাত্রীদের ব্যবহারের জন্য চালু করা হবে।

মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “এই এটিএমটি বসানো হয়েছে ট্রেনের পিছনের দিকে একটি এসি কামরায়, যেখানে আগে অস্থায়ী প্যান্ট্রি ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটিএম ঘরটি শাটার দরজায় সুরক্ষিত করা হয়েছে।”

উল্লেখ্য, বিভিন্ন স্টেশনে কিছু এটিএম থাকলেও, অনেক দূরপাল্লার ট্রেনে নগদ টাকার প্রয়োজন হলে যাত্রীরা সমস্যায় পড়েন। অনেক সময় স্টেশনে এটিএম না থাকায় অথবা লম্বা লাইনের কারণে সময়মতো টাকা তোলা সম্ভব হয় না। তাতে ট্রেন মিস করার ঝুঁকিও থাকে।

এই সমস্যার সমাধানেই এবার রেলের এই নতুন ভাবনা। যদিও এখনো পর্যন্ত বড় পরিসরে কবে এই পরিষেবা চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও ট্রেনে এই সুবিধা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles