দেশ

কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে হাতুড়ি, স্ক্রু ড্রাইভার দিয়ে মারধর, গ্রেফতার স্বামী

Man arrested for beating wife with hammer, screwdriver for giving birth to baby girl

Truth of Bengal: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’– এই স্লোগানের দেশে আবারও সামনে এল লজ্জাজনক এক ঘটনা। কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে ভয়ংকরভাবে মারধর করেছে এক স্বামী। ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রকাশ্যে আসে এই পাশবিক অত্যাচারের ঘটনা।

ঘটনাটি উত্তরাখণ্ডের। ২০২২ সালের নভেম্বর মাসে নির্যাতিতা মহিলার বিয়ে হয় অভিযুক্ত পুরুষের সঙ্গে। বিয়ের পর থেকেই চলত পণের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন। গত মাসে ওই মহিলা একটি কন্যাসন্তানের জন্ম দেন। এরপরেই শুরু হয় অমানবিক অত্যাচার।

স্বামী হাতে তুলে নেয় হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার। সেই দিয়ে স্ত্রীকে নির্মমভাবে মারধর করে। এমনকি চুল ধরে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।

মারধরের ফলে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। চিকিৎসাধীন থাকতে হয় বেশ কিছুদিন। পরে ৩০ মার্চ তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন ও মারধরের ভিডিও জমা দেন।

তবে প্রথমে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর নির্যাতিতা মুখ্যমন্ত্রীর পোর্টাল এবং জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হন। তিনি জানান, তাঁকে খুন করার ছকও কষেছিল শ্বশুরবাড়ির লোকজন, যেন তিনি ডিভোর্স ও খোরপোশের দাবি না করতে পারেন।

নির্যাতিতার মা জানান, মেয়েকে পুত্রসন্তান জন্ম দিতে চাপ দেওয়া হত। না মানলে অত্যাচার ও গৃহত্যাগ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুরুতে অভিযোগ নথিভুক্ত হলেও পরে নতুন প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অতিরিক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে— শুধু স্লোগান দিয়ে কি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব?

Related Articles