
Truth Of Bengal: ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে যোগ দিতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস। পশ্চিম বর্ধমানের আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের পাঞ্জাবি মোড় সংলগ্ন চুনভাট্টি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই বাসটি। দুর্ঘটনায় বাসের চালক সহ অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু ও মহিলা রয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জামুড়িয়ার চিচুড়িয়া এলাকা থেকে ইসিএলের বাসে করে বহু মহিলা ও শিশু নিয়ে র্যালির উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে বাস। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধারের কাজে হাত লাগান। দ্রুত ঘটনাস্থলে পোঁছায় রানিগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ।
পুলিশের তৎপরতায় তাদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত বাসচালক ও আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পরই ঘাতক ডাম্পারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাম্পার টিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
জানা গেছে, ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে ইসিএলের সাক্তরিয়া এরিয়ায় একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে যোগ দিতে যাচ্ছিলেন বহু স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলের ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।