রাজ্যের খবর

মোকাতিপুরে কাঠের সাঁকোই ভরসা, দুর্ঘটনার আশঙ্কায় দিন গুনছেন স্থানীয়রা

Locals in Mokatipur rely on wooden bridges, fearing accidents

Truth Of Bengal: মালদা জেলার পুরাতন মালদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোকাতিপুর এলাকার বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই। আজও প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাঠের তৈরি একটি জরাজীর্ণ সাঁকোর ওপর দিয়েই চলাফেরা করতে বাধ্য হচ্ছেন কয়েকশো মানুষ। বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে পাশের নয়নজুলি, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, ভারী মানুষ চলাচল করলেই নড়বড় করে সাঁকো, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। এমনকি, ইতিমধ্যে এক নাবালক পড়ে গিয়ে অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরেছে।

২০২১ সালে প্রায় দেড়শ মিটার রাস্তা তৈরির জন্য টেন্ডার হলেও আজও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, প্রয়োজনে নিজেদের খরচে কাঠের সাঁকো বানিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেটিও এখন বেহাল। এলাকার মন্দিরে যাওয়া, বা বছরের শেষে ঐতিহ্যবাহী জুয়াড়ি মেলা উপলক্ষে শত শত মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বিপজ্জনক সাঁকো।

পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এলাকাবাসীর প্রশ্ন, আশ্বাস তো অনেকবার পেয়েছেন, কিন্তু রাস্তা হবে কবে? আপাতত আশাতেই বুক বেঁধে রয়েছেন মোকাতিপুরের সাধারণ মানুষ।

 

Related Articles