রাজ্যের সব উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ পূর্ত দফতরের
Public Works Department orders health check of all flyovers in the state

Truth Of Bengal: জয় চক্রবর্তী: এপ্রিল মাসের মধ্যেই গোটা রাজ্যজুড়ে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিল রাজ্য পূর্ত দফতর। চলতি মাসের মধ্যেই রাজ্যে পূর্ত দফতরের নিয়ন্ত্রণাধীন উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে বলেও পূর্ত দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ত দফতরের সচিবালয় তো বটেই জেলায় জেলায় পূর্ত দফতরের আধিকারিকদের এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে বলে পূর্ত দফতর সুত্রে খবর। রাজ্যের ২২২০টি ব্রিজ বা উড়ালপুল পূর্ত দফতরের অধীনে রয়েছে। যার মধ্যে প্রাথমিকভাবে ১৭৬টি সেতু বা উড়ালপুলের অবিলম্বে মেরামতি প্রয়োজন বলে সমীক্ষায় উল্লেখ।
কিছুদিন অগেই রাজ্যজুড়ে পূর্ত দফতরের উদ্যোগে একটি প্রাথমিক সমীক্ষা করা হয়। পূর্ত দফতরের অধীন উড়ালপুলগুলি নিয়ে প্রাথমিক সমীক্ষায় সাধারণ, ভগ্ন ও অতিভগ্ন এভাবে বিভিন্ন ক্যাটেগরিতে সেতুগুলিকে ভাগ করা হয়। সেই সমীক্ষাতেই ১৭৬টি সেতু বা উড়ালপুলকে অতি ভগ্ন ক্যাটেগরিভুক্ত করা হয়েছে।
এই সেতু বা উড়ালপুলগুলিকে চিহ্নিত করে অবিলম্বে সেতুগুলির মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরের পক্ষ থেকে। সমীক্ষার পরেই প্রথমে সচিবালয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিশেষে জেলায় জেলায় সংশ্লিষ্ট আধিকারিক বা চিফ ইঞ্জিনিয়রদের পূর্ত সচিবালয়ের বার্তা নির্দেশিকা আকারে জানিয়ে দেওয়া হয় উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার কথা।
মূলত, এই উড়ালপুলগুলির সঙ্গে যান ও পণ্য পরিবহণ যেমন যুক্ত তেমনই সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই যাবতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই জীবন ও জীবিকা রক্ষার স্বার্থে রাজ্যজুড়ে অবিলম্বে উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর। জেলা ধরে পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেছেন। প্রতিটা জেলাতে পূর্ত দফতরের অধীনে থাকা ব্রিজ বা উড়ালপুল সম্পর্কে তথ্য নেওয়ার পর আগের সমীক্ষা গুলিকে যাচাই করা হয়েছে।
এরপর নির্দিষ্টভাবে সংশ্লিষ্ট দপ্তরের অধীনে ব্রিজ বা উড়ালপুলগুলির স্বাস্থ্য এই মুহূর্তে কেমন রয়েছে তা জানার জন্যই পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আসার পরেই কোন ব্রিজ বা উড়ালপুল খুব দ্রুত মেরামতি করতে হবে এবং কোনগুলির ক্ষেত্রে বড়সড় কোনও পদক্ষেপ করতে হবে তা ঠিক হবে বলে নবান্ন সূত্রে খবর।