প্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের চিকিৎসা করবে এআই ডক্টর! নয়া ফিচার অ্যাপলের

Apple's new feature will treat iPhone users with AI doctors

Truth Of Bengal: আইফোন ব্যবহারকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবার আইফোনেই যোগ হতে চলেছে নয়া ফিচার, Health Coach। বর্তমানে আইফোনে একটি উন্নত হেলথ অ্যাপ রয়েছে। তবে নয়া ফিচার আরও উন্নত এবং এআই নির্ভর হবে বলে জানানো হয়েছে অ্যাপলের তরফে। টেক জায়েন্ট অ্যাপলের কথায়, এটি একরকম এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এরমধ্যে মালবেরি কোডনামে স্বাস্থ্য প্রকল্পে কাজ শুরু করেছে এবং নয়া হেলথ ফিচারকে আরও বেশি পরিমাণে উন্নত মানের করে তোলার পরিকল্পনা করেছে। নয়া ফিচারের সুবিধা পাওয়া যাবে আসন্ন আইওএস ১৯ আপডেট আসার পর। আইফোন ১৭ সিরিজের সমস্ত মডেলে এই হেলথ কোচ পাওয়া যাবে এমনটা অনুমান করা যায়। Apple Watch, iPhone এবং অন্যান্য ডিভাইসের ডেটার ওপর নির্ভর করবে এটি। এআই মডেলটি প্রশিক্ষণের জন্য মেশিন লার্নিং ব্যবহার করা হবে যা ব্যক্তির চাহিদা এবং স্বাস্থ্যের ধরণ অনুসারে কাস্টমাইজ করা যেতে পারে।

বর্তমানে, আইফোন এবং অ্যাপল ওয়াচের মতো অ্যাপল ডিভাইসগুলি তাদের ব্যবহারকারীদের স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য ও হৃদস্পন্দন, রক্তের অক্সিজেন পরিমাণ এবং ক্যালোরি ট্র্যাক করার সুবিধা মেলে । নতুন আপডেটেড মডেলে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে ৷ অ্যাপলের নতুন ফিচারের এআই এজেন্ট এবং এলএলএম ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করে তাঁদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বুঝতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবহারকারীদের স্বাস্থ্য ভালো রাখতে কী প্রয়োজন সেই বিষয় পরামর্শ দেবে।

অ্যাপলের নতুন পরিষেবাটির নাম হতে পারে হেলথ+। অ্যাপলের হেলথ অ্যাপে, এই নতুন এআই ফিচার অন্তর্ভুক্ত করার প্রধান উদ্দেশ্য হল এটি ব্যবহারকারীদের মেডিক্যাল ডিভাইস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরামর্শ দেবে। প্রতিবেদন অনুসারে, অ্যাপলের এই নতুন পরিষেবায় খাদ্য ট্র্যাকিং ফিচারও যোগ করা হতে পারে। বর্তমানে, অ্যাপলের AI কে বিশেষভাবে আপডেট করা হচ্ছে । স্বাস্থ্য-সম্পর্কিত ভিডিও যাতে রেকর্ড করা যায় সেই সম্পর্কিত ফিচার যোগ করা হচ্ছে ।

Related Articles