দেশ

একের পর এক জ্বলছে বাড়ি! শর্টসার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত গ্রাম

Houses are burning one after another! Village destroyed in fire caused by short circuit

Truth Of Bengal: মঙ্গলবার গভীর রাতে কর্নাটকের ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। হঠাৎই একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুন লাগে, আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। আগুনে পুড়ে গেছে প্রায় ১০০টি ঘর। ঘুমন্ত মানুষের জীবনে নেমে আসে হাহাকার।

ভিডিওতে ধরা পড়েছে আতঙ্কের সেই দৃশ্য। প্রথমে দেখা যায়, একটি বৈদ্যুতিক তার থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। ধীরে ধীরে আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গোটা এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা।

এই দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন, তবে তাঁরা এখন বিপন্মুক্ত। আগুনে বহু বাড়ি ভস্মীভূত হয়েছে। পুড়ে গিয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র, দরকারি নথিপত্র, এমনকি টিভি, ফ্রিজ, পাখার মতো ইলেকট্রিক যন্ত্রপাতিও।

গ্রামবাসীদের অভিযোগ, রাতে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয়। তাতেই বৈদ্যুতিক তারে সমস্যা দেখা দেয়, সম্ভবত সেই কারণেই শর্টসার্কিট হয়। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পুরো গ্রামে। গুলবর্গার বিদ্যুৎ দফতরের (জেসকম) কর্মীরা দ্রুত কাজ শুরু করেছেন লাইন মেরামতির জন্য।

এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। অনেকেরই থাকার জায়গা নেই, খাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রশাসন ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে। তবে কবে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related Articles