প্রযুক্তি

সিক্রেট কোড দিলেই দেখা যাবে পোস্ট! ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

If you enter the secret code, you can see the post! New features coming to Instagram

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর করে তুলতে নতুন ফিচার আনছে ইনস্টাগ্রাম। এবার থেকে পোস্ট দেখা যাবে না সোজাসুজি—দেখতে হলে দিতে হবে সিক্রেট কোড! ইনস্টাগ্রাম আনছে নতুন ফিচার ‘লকড পোস্ট’।

নতুন এই ফিচারে ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট বন্ধুবান্ধবদের কাছে পাঠাতে পারবেন লক করে। কিন্তু বন্ধুরা সেটি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন না। পোস্টের উপরে থাকবে ‘Unlock This Reel’ লেখা, আর নিচে থাকবে ‘Enter Secret Code’। অর্থাৎ, যার কাছে সিক্রেট কোড থাকবে, কেবল সেই-ই খুলে দেখতে পারবে পোস্টের কনটেন্ট।

সংস্থার দাবি, এই নতুনত্ব পোস্টে কৌতূহল বাড়াবে এবং এনগেজমেন্ট অনেক গুণে বৃদ্ধি পাবে। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, ব্যবহারকারীরা কীভাবে এই সিক্রেট কোড পাবেন বা সেটি তৈরি হবে কীভাবে।

এই ফিচারটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে। অনেকেই বলছেন, এটি ইনস্টাগ্রামের দুনিয়ায় এক অভিনব সংযোজন।

প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রাম জানিয়েছে, তারা পোস্ট ও কমেন্টে ডিসলাইক বাটন আনছে, যেটি আগে ইউটিউবে চালু হয়েছিল ২০২১ সালে। যদিও ইউটিউব এখন সেই অপশনটি আর দেখায় না। সব মিলিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এ বছরটি বেশ চমকপ্রদ হতে চলেছে!

Related Articles