কলকাতারাজ্যের খবর

রবি থেকেই আবহাওয়া বদল, বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

Weather changes from Sunday, big update on rain office

Truth Of Bengal: বঙ্গ জুড়ে তীব্র দাবদাহ। এরমাঝেই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কিন্তু তাপমাত্রা এখুনি কমবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

রবিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার ও মালদা জেলাতে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো ও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। এখান থেকেই স্পষ্ট যে, আগামী সপ্তাহে গোটা বঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি । গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আগামী সপ্তাহ থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। তবে  থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

Related Articles