রাজ্যের খবর

ন্যক্কারজনক ঘটনা! নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবা

Horrific incident! Stepfather accused of raping minor girl

Truth Of Bengal: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবা। এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাস নগরে। নাবালিকা অভিযোগ জানানোর পরেই কুলতলি থানার পুলিশ অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, চার বছর আগে মারা যায় ওই নাবালিকার বাবা। তারপর কৈলাসনগরের বাসিন্দা শম্ভু দাসকে বিয়ে করেন। মায়ের সঙ্গে সৎ বাবা শম্ভু দাসের বাড়িতে থাকে নির্যাতিতা নাবালিকা। অভিযোগ, বহু দিন ধরে সৎ মেয়েকে ধর্ষণ করে করে আসছে শম্ভু দাস। এই কথা কাউকে জানালে খুনের হুমকি দিয়ে নাবালিকার মুখ বন্ধ করে রাখে অভিযুক্ত।

কোনও ভাবে সন্দেহ হয় নাবালিকার মায়ের। তিনি মেয়ের কাছে জানতে চান। অবশেষে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা নাবালিকা সব জানিয়ে দেয়। এরপরই মেয়েকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগ পেয়ে পুলিশ শম্ভু দাসকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। সবাই একযোগে কড়া শাস্তি দাবি করেছে শম্ভু দাসের। পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। নাবালিকার মা-ও ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি ভাবতে পারছেন তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে এমন জঘন্য কাণ্ড করবে সৎ বাবা।

Related Articles