ফ্ল্যাট থেকে উদ্ধার বার নর্তকীর দেহ! বাগুইহাটিতে ঘনিভূত হচ্ছে রহস্য
Bar dancer's body recovered from flat! Mystery deepens in Baguihati

Truth Of Bengal: অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার বার নর্তকীর দেহ। বাগুইহাটি দেশবন্ধু নগরে এই ঘটনাকে ঘিরে তৈরি হচ্ছে রহস্য। মৃত তরুণীর নাম মণীষা রায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার রাতে তরুণীর ফ্ল্যাটে তাঁর পুরুষ বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল। পার্টিতে শুধু দুজনই উপস্থিত ছিল। ছেলেটির নাম অন্তর্যামী সোয়েন, উড়িষ্যার জগতসিংপুর বাসিন্দা, বয়স ২২ বছর। রাতে পার্টি আর সকালে খাটের ওপর থেকে উদ্ধার হয় দেহ। তরুণীর গলায় আঘাতের চিহ্ন দেখে শ্বাস রোধ করে খুনের আশঙ্কা করা হচ্ছে, তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যে পুরুষ বন্ধুটিকে আটক করেছে বাগুইহাটি থানা।
সোমবার কলাপসেবল গেটে তালা মারা ছিল, ভেতরেই ছিল তার পুরুষ বন্ধু এবং বার নর্তকী। সেদিন রাতে ঘরের মধ্যে কি ঘটেছিল তার একমাত্র সাক্ষী পুরুষ সঙ্গী সোয়েন। আবাসনের চাবি ওই তরুণীর কাছে থাকায় পালাতে পারেনি ওড়িশার যুবক।
কলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।