রাজ্যের খবর

ডুয়ার্সের চা বাগানে ফিরল স্বস্তি, ফের খাঁচাবন্দী চিতাবাঘ

Leopard returns to tea garden in Dooars, caged leopard again

Truth Of Bengal: আবারও খাঁচাবন্দী করা হল চিতাবাঘকে। ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে চিতাবাঘকে  বৃহস্পতিবার খাঁচাবন্দী করেছেন বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা।

এই প্রসঙ্গে বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক চলছিল। সম্প্রতি চা বাগানের কাজ করার সময় চিতাবাঘের আক্রমণে দুজন শ্রমিক মহিলা গুরুতর ভাবে আহত হয়েছেন। আর তাতেই দিনদিন বাড়ছিল আতঙ্ক। সেইজন্য খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা।

বলা বাহুল্য, প্রতিনিয়ত বাগানে লেপার্ডের আক্রমণের ঘটনা ঘটছে। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। ‌পরবর্তীতে চা বাগানের খাঁচা পাতে বনদফতর। আর তাতেই এদিন  খাঁচাবন্দি হল চিতাবাঘ। এরফলে চা বাগানে কিছুটা হলেও  ফিরল স্বস্তি।

Related Articles