কলকাতা

রাজ্য জুড়ে বৃষ্টির দেখা, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা  

Rain expected across the state, possibility of hailstorm in several districts

Truth Of Bengal : সকাল থেকেই শহর সহ জেলা জুড়ে বৃষ্টি। ঝড় বৃষ্টির জেরে পিছু হটল পারদ। কমেছে তাপমাত্রা।  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো গতকাল রাত থেকেই কিছু কিছু জায়গায় বৃষ্টি সহ শিলাবৃষ্টির দেখাও পাওয়া গেছে। ইতিমধ্যেই দক্ষিণের জেলাগুলির মধ্যে ৭ টি জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা।

শনিবার দক্ষিণের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। একিসঙ্গে বইবে ঝোড় হাওয়া। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং থেকে মালদায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে শহরে, একই সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। এইদিকে শনিবার সন্ধ্যেয় রয়েছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলির বেঙ্গালুরু দল। এই আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে ম্যাচের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

 

Related Articles