আন্তর্জাতিক

নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি, রাজার সমর্থনে বিক্ষোভ হাজার হাজার মানুষের

Thousands protest in support of king, demand return of monarchy in Nepal

Truth Of Bengal: দীর্ঘ ১৯ বছর পর আবারও রাজতন্ত্র ফেরানোর দাবি উঠল নেপালে। রবিবার কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে প্রায় দশ হাজার মানুষ সমবেত হয়ে রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থনে স্লোগান দেন। তাঁদের দাবি, “ফিরে আসুক রাজা, বাঁচুক নেপাল। আমরা রাজতন্ত্র চাই।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রায়ট পুলিশ মোতায়েন করা হয়। যদিও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে এই প্রতিবাদ নতুন করে নেপালে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আলোচনা উসকে দিয়েছে।

২০০৬ সালে গণআন্দোলনের ফলে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর ২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং দেশটি প্রজাতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করে। কিন্তু গত ১৬ বছরে ১৩টি সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, বরং দুর্নীতি ও অর্থনৈতিক সংকট বেড়েছে। ফলে জনগণের একাংশ মনে করছে, রাজতন্ত্রই পারে দেশকে স্থিতিশীল করতে।

৭২ বছরের বাহাদুর ভান্ডারি, যিনি একসময় রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন, এখন রাজার ফিরে আসার দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তখন রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম গণতন্ত্র এলে দেশ ভালো হবে। কিন্তু দুর্নীতি বেড়েছে, রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ দেখছে। এখন মনে হচ্ছে, রাজতন্ত্রই ভালো ছিল।”

নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আন্দোলনের পেছনে ভারতের পরোক্ষ সমর্থন থাকতে পারে। গত কয়েক বছরে নেপালের সরকারগুলো চীনের দিকে ঝুঁকেছে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। ফলে নয়াদিল্লি কি রাজতন্ত্রপন্থীদের মদত দিচ্ছে? এই প্রশ্ন এখন নেপালের রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।

রাজতন্ত্র নেপালে ফিরবে কি না, তা নিশ্চিত নয়। তবে জনগণের একাংশ যে রাজার প্রত্যাবর্তন চায়, রবিবারের বিশাল জমায়েত সেটাই স্পষ্ট করে দিল।

Related Articles