স্বাস্থ্য

এয়ার ফোন পরিষ্কার করে রাখছেন না! এই ভুলে নিজেই নিজের ক্ষতি করছেন নাতো?

You're not cleaning your air phone! Aren't you harming yourself with this mistake?

Truth Of Bengal: বর্তমান যুগ মানেই ডিজিটাল যুগ। সেই সাথে সাথে এই যুগে ক্রমাগত ব্যবহার হচ্ছে নানান ডিজিটাল জিনিসও। যার মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় এয়ার ফোন বা এয়ার বাড। এর ব্যবহার সবচেয়ে বেশী করে থাকে এখনকার প্রবীণ যুগের ছেলে- মেয়েরা। কখনও রাস্তা দিয়ে যেতে যেতে আবার কখনও ট্রেনে, বাসে। সবমিলিয়ে দিনের ২৪ ঘণ্টাই কোন না কোনো কাজের জন্য এই যন্ত্রের ব্যবহার হয়ে থাকে।

কিন্তু নিজের শরীরের যত্নের পাশাপাশি ব্যবহার করা এই ইলেকট্রনিক মেশিনের কি যত্ন নেওয়া হয়? কারণ এই এয়ার ফোন বা এয়ার বাডের যত্ন না নিলে এর থেকেই হতে পারে স্বাস্থ্যের ক্ষতি।

তবে জেনে নিন এই এয়ার ফোন বা এয়ার বাড থেকেও কি সমস্যার সম্মুখীন হতে পারেন।

এয়ার ফোন রোজ পরিষ্কার রাখা প্রয়োজন –

এবার বলবেন কেন? কারণ আপনি যেমন নিজের শরীরের জন্য নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন তেমনই নিজের এয়ার ফোনকেও রাখতে হবে হামেশা একেবারে পরিষ্কার ও পরিচ্ছন্ন। এবার এই কাজ করতে হবে তার কারণগুলি হল-

  • ইয়ারফোন থেকে অন্তঃকর্ণের ককলিয়া অংশটি ক্ষতিগ্রস্ত হয়।
  • কানের ভেতরে মুখের মত ছোট ছোট ব্রণও হয়ে থাকে।
  • কানের বাইরে অনেক সময় ‘ওটিটিস এক্সটার্না’ নামের এক অসুখ হয়, যার থেকে কানের ভিতরে পুঁজ জমতে পারে। এই ধরনের অসুখ হলে তা থেকে কানে আরও নানারকম ব্যাক্টেরিয়া ও ছত্রাক ঘটিত রোগও হতে পারে। নষ্ট হয়ে যেতে পারে শ্রবণশক্তিও পর্যন্ত।
  • ওটিটিস এক্সটার্না থেকে ত্বকের সংক্রমণও দেখা মেলে। যাঁদের সোরিয়াসিস বা একজিমা আছে, তাঁরা যদি দিনের পর দিন অপরিষ্কার ইয়ারবাড ব্যবহার করে যান, তা হলে ত্বকের রোগ আরও বেড়ে যাবে।

কীভাবে এয়ার ফোন বা এয়ার বাড পরিষ্কার করবেন?

১) এয়ার ফোন বা এয়ার বাড যখনই ব্যবহার করবেন তাকে পরিষ্কার রাখতে গেলে তুলো দিয়ে ইয়ারফোনের সিলিকন টিপ, তার এবং ইয়ারবাড ভাল করে মুছে তবেই রাখুন।

২) ইয়ারফোনের সিলিকন টিপের ভিতরে কানের ময়লা, ঘাম জমে থাকে। সেগুলি খুলে নিয়ে হালকা সাবান জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর তুলে শুকনো কাপড় বা তুলো দিয়ে মুছে ভাল করে শুকিয়ে নিতে হবে। গোটা ইয়ারফোন যেন আবার সাবান জলে ডুবিয়ে দেবেন না।

৩) স্পিরিট বা অ্যালকোহল জাতীয় কোনও কিছু দিয়ে ইয়ারফোন বা ইয়ারবাড পরিষ্কার করবেন না। ধারালো কোনও জিনিস যেমন পিন, সেফটিপিন দিয়ে খোঁচাখুঁচি করবেন না। এতে মাইক্রোফোনটি খারাপ হয়ে যেতে পারে।

৪) ইয়ারবাড যে বাক্সে থাকে, সেটিকেও শুকনো তুলো বা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।

Related Articles