খেলা

২০৩০ সালে বিশ্বকাপে ৬৪ দল খেলানোর চিন্তা-ভাবনা ফিফার

FIFA considering 64-team World Cup in 2030

Truth Of Bengal: ১৯৯৮ থেকে ২০২২ দীর্ঘ ২৪ বছর ফুটবল বিশ্বকাপের ইতিহাসের মূল পর্বে অংশগ্রহণ করেছিল ৩২টি দেশ। এরপর ২০২৬-র বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র একটি বছর। সেই বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। তার পরের বছর অর্থ্যাৎ ২০৩০-র বিশ্বকাপে মোট ৬৪টি দেশ যাতে মূলপর্বে খেলতে পারে তার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই চিন্তা-ভাবনা করছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

২০৩০-র বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশে। এই দেশগুলি হল স্পেন, পর্তুগাল এবং মরোক্কো। আর ওই বছরই বিশ্বকাপের শতবর্ষপূর্তি। কাজেই সেই উপলক্ষ্যে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। অর্থ্যাৎ তিন ভিন্ন মহাদেশে বসবে ওই বছরের বিশ্বকাপের আসর। এই মহাদেশগুলি হল আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ইউরোপ। উরুগুয়েতে ২০৩০ সালের বিশ্বকাপের একটি ম্যাচ করার অন্যতম কারণই হচ্ছে যেহেতু ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম বিজয়ী দেশ ছিল তারা।

ব্রিটিশ সংবাদসংস্থা সূত্রে খবর, গত বুধবার ফিফার বৈঠক চলাকালীন উরুগুয়ের প্রতিনিধি ইগানাসিও আলানসো এই প্রস্তাব উত্থাপন করেন। এবং ফিফার প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফানতিনো তাঁর এই প্রস্তাব বিবেচনা করে দেখবেন বলেও জানান।

এদিকে ২০৩০ সালে বিশ্বকাপের আয়োজন বিভিন্ন মহাদেশে করার বিষয় নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছিল সর্বত্র। কারণ হিসাবে ফুটবল বিশেষজ্ঞরা মতে, এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে যেমন পরিবেশের সঙ্গে মানাতে হবে, ঠিক তেমনই হবে প্রচুর অর্থ ব্যয়-ও। এই অবস্থায় অংশগ্রহণকারী দেশের সংখা বাড়লে তাতে অসুবিধায় পড়তে হবে।

২০৩০-এর বিশ্বকাপে ৬৪টি দেশ খেলানোর যে পরিকল্পনা ফিফা করছে, তাকে ‘পাগলামো’ বলেই ভাবছেন অনেকে। এবং ফিফার এই প্রস্তাব যে প্রত্যাখিত হবে বলেও ধারণা করছেন ফুটবল বিশেজ্ঞরা।

ইতিমধ্যেই ২০৩০ সালে ৬৪টি দেশ নিয়ে বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে এক বিবৃতিও প্রকাশ করেছে ফিফা। ৫ মার্চ ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে ফিফার একজন কাউন্সিল সদস্য বিবিধ এজেন্ডার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব দেন। ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিল সদস্যদের যে কোনও প্রস্তাবকে গুরুত্ব সহকারে যাচাই করে দেখা।

ফুটবলের সঙ্গে জড়িত ব্যক্তিদের একটা অংশ মনে করছেন, ফিফা ৬৪টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলিকেও জটিল করে তুলবে। এর পাশাপাশি এতগুলি দেশ নিয়ে বিশ্বকাপের আয়োজন হলে বাছাইপর্বের গুরুত্বও অনেকটা কমে যাবে। এমনকি ফুটবল ভক্তদের কাছেও তার আকর্ষণ থাকবে না।

Related Articles