কলকাতা

ফের খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতি, লুঠ ১৫ লক্ষ টাকা

Another daring robbery in Kolkata, loot worth Rs 15 lakh

Truth Of Bengal: ফের খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতি। অভিযোগ, বড়বাজারের বেসরকারি সংস্থায় ঢুকে মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তারপর তাঁর হাত-পা বেঁধে ফেলে রাখে। এরপর প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয় তারা। এই ঘটনায় ইতিমধ্যেই বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলের পাঁচতলায় ডাকাতি হয়। এখানেই বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সন্ধ‌্যায় সব অফিসে লোকজন ছিল না। সেইসময় তিনজন যুবক ওই অফিসের সামনে আসে। বড়বাজার থানা এবং লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, ৩ জন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় সাদা টুপি ও একজনের মাথায় লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এরপর ঢোকে অন‌্য দু’জন। মিনিট দশেক পর ৩ জনকেই হাতে ব‌্যাগ নিয়ে বের হতে দেখা যায়।

অফিসের মালিক নরেন্দ্র ভাটিয়া ও কর্মচারী রাম জি কে বড়বাজার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।অফিসের মালিকের অভিযোগ যে, সোমবার বিকেলে তার অফিসের কর্মচারী একা ছিলেন। সেই সময় দু থেকে তিনজন এসে ভয় দেখিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। ডাকাতির ধরণ নিয়ে পুলিশের এখনও সন্দেহ রয়েছে। সূত্রের খবর, মালিক ও কর্মচারীর সাথে কথা বলে পুলিশের সন্দেহ হচ্ছে বলে।

Related Articles