পাঁচ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা! গ্রেফতার প্রতিবেশী যুবক
Neighbor arrested for sexually assaulting five-year-old girl

Truth Of Bengal: ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকায়। অভিযোগ উঠেছে ১৮ই ফেব্রুয়ারি বিকেলে মামার বাড়িতে একা ছিল ওই নাবালিকা, সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে গিয়ে তার ওপর যৌন হেনস্থা চালায়। অভিযোগ পেতেই ইন্দাস থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছেন।
স্থানিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই ফেব্রুয়ারি নাবালিকার মা তাকে মামার বাড়িতে রেখে পাশে সেলাইয়ের কাজে গিয়েছিলেন। সেই সুজগে বাড়িতে ঢোকে ওই প্রতিবেশি যুবক। সেখানেই ওই কন্যাকে যৌন নির্যাতন করে যুবক। পরে বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের লোকজন সন্ধ্যাবেলা লিখিত অভিযোগ দায়ের করেন ইন্দাস থানায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং পরে পকসো আয়িনে মামলা রজু করে পুলিশ, শুরু হয় তদন্ত। বুধবার তাকে বিষ্ণুপুর আদালতে তলা হয় আদালত ওভিজুক্তকে একদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়, আজ ফের অভিজুক্তকে আদালতে তোলা হবে।নাবালিকা বিষ্ণুপুর সুপারস্পেসালিটি তে ভর্তি।