সম্পাদকীয়

মানুষের ‘মান’ বাড়ুক, দূর হোক অনৈতিক কাজ

May the 'standards' of people increase, and immoral acts be eliminated

Truth Of Bengal: সামগ্রিক ভাবে মান অনেক নেমে গিয়েছে মানুষের। তাই আজ চারিদিকে এত অনিময়। অনিয়ম যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অসাধু মানুষে ভরে গিয়েছে সমাজ। মানুষের সেই অসাধু কাজের মাসুল দিতে হচ্ছে আমাদের। খাবার থেকে ওষুধ- কিছু বাদ নেই। সব জায়গায় আজ ভেজালের রমরমা। এমন নয় পুলিশ-প্রশাসন কিছু করছে না। নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। তাও বন্ধ হচ্ছে না এই কারবার। চলছে মানুষ ঠকানোর কাজ।

অনেক টাকা দাম দিয়ে যে ঘি কিনে খাই, তাই আসল কিনা তা জানি না। হয়তো বিশ্বাস করি এটা ভেজাল হতে পারে না। আর মানুষের সেই বিশ্বাসের সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ চালিয়ে আসছে অসাধু কারবার। এবার নদিয়ায় সামনে এল ভেজাল ঘি-এর কারবার। বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করল ২,৫০০ কেজি ভেজাল ঘি। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ঘি তৈরির সরঞ্জাম।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষ পাড়ার ঘটনা। বাজার সহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে পুলিশ-প্রশাসনের। তিনজন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ভেজালের কারবার চলছে জানতে পেরে দেরি না করে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার তিনজন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। সঙ্গে সঙ্গে  অ্যাকশন নিতে দেখা যায় পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে ২,৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়।

এছাড়াও ৫০০ কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়। যে ভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগের। পুলিশ-প্রশাসন কড়া ভাবে ব্যবস্থা নিলেও সচেতন হচ্ছেন না ব্যবসায়ীরা। শুধু একটু বাড়তি মুনাফা দরকার। তার জন্য খাবারের মতো জিনিসে ভেজাল মেশাতে কসুর করছে না একশ্রেণির মানুষ। এই ভেজাল খাবার খেয়ে মানুষের প্রাণ সংশয় হতে পারে জেনেও তারা এই কারবার চালাচ্ছে। মানুষের ‘মান’ আজ তলানিতে না নামলে এই কাজ হতো না। মানুষের ‘মান’ বাড়ুক। সমাজ থেকে দূর হোক এমন অনৈতিক কাজ।

Related Articles