
Truth Of Bengal: কলকাতার বুকে ফের ভয়াবহ আগুন। সোমবার কলকাতার পার্ক সার্কাস স্টেশনের কাছে একটি কারখানায় আগুন লাগে। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর।
জানা যায়, তিলজলার কারখানায় এই আগুনটি লাগে। এদিন বিকেল ৩ টে নাগাদ এই আগুনটি লাগে। আগুন যেখানে লাগে ওই এলাকায় পর পর চামড়ার কারখানা রয়েছে। সাথে রয়েছে বেশ কিছু গুমটি ঘরও। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ওই এলাকায় প্রচুর পরিমাণে দাহ্য বস্তু রয়েছে। সেই কারণেই ওই এলাকায় এই বিধ্বংসী আগুন লাগে।
পার্ক সার্কাসে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, দেখুন সেই ভিডিও pic.twitter.com/XgBOt8QdzM
— TOB DIGITAL (@DigitalTob) January 20, 2025
এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় ক্রমাগত আগুন ছড়িয়ে পরতে থাকে।এই আগুন দেখে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন এসে পৌঁছেছে।
পার্ক সার্কাসে বিধ্বংসী আগুন pic.twitter.com/6SRm0Q9PcT
— TOB DIGITAL (@DigitalTob) January 20, 2025