রক্ষকই ভক্ষক! জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ
The protector is the eater! Police arrest on rape charges in Jalpaiguri

Truth Of Bengal: পুলিশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ! জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পুলিশ। লিখিত অভিযোগের উপর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রায়গঞ্জ থানার সেকেন্ড অফিসার সুব্রত গুনকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শিলিগুড়ি মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির এক স্থানীয় মহিলা। ওই মহিলাকে একটি মামলার জন্য রায়গঞ্জে ডেকে পাঠিয়েছিলেন অফিসার সুব্রত গুণ। অভিযোগ এরপর প্রথমে জোর করা হয় আর পরে মানসিক চাপ সৃষ্টি করে তাঁকে ধর্ষণ করা হয়।
সেই অভিযোগ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মহিলা থানায় পাঠানো হয়। অভিযোগ পেয়েই রায়গঞ্জ থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ-প্রশাসন। এরপর সোমবার সকালে গ্রেফতার করা হয় সুব্রত গুণকে। এদিনই ধৃত অফিসার কে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই নিন্দনীয় ঘটনা সামনে আসতেই ছিছিক্কার পড়ে গিয়েছে নানা মহলে প্রশ্ন উঠছে রক্ষকের উপর ভরসা করে আর কতবার ভক্ষণের শিকার হবে সাধারণ মানুষ!