‘ক্ষমতায় এলে জেল খাটাব’, সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর
'I will go to jail if I come to power', Subhendur warns the Chief Minister from Sandeshkhali

Truth Of Bengal: আর ১৫ মাসের অপেক্ষা, তার পর রাজ্যে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্দেশখালিতে সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিতে এসে ত্রিমণি বাজারে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন শুভেন্দু।
‘ক্ষমতায় এলে জেল খাটাব’, সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি pic.twitter.com/b14YEbpu2g
— TOB DIGITAL (@DigitalTob) December 31, 2024
এদিনের সভায় সন্দেশখালির বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শাহজাহানের মাঠ থেকে বলেছিলেন, সন্দেশখালির মহিলারা ঘর থেকে না বেরোলে, রেখা-মাম্পিরা না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকত। কিন্তু মহিলাদের অত্যাচার, জমি দখল, ১০০ দিনের কাজের টাকা লুঠ—এত অন্যায় আমরা ভুলব না।”
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে শুভেন্দু আরও বলেন, “মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যে বিজেপি সরকার হবে। সন্দেশখালির ঘটনায় তদন্ত কমিশন বসবে। আপনি যে মহিলাদের মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছেন, সেই অন্যায়ের শাস্তি পাবেন। বিজেপি আইন মেনে বদলা নেবে, সুদসহ নেবে।”
সোমবার সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “যা হয়েছে আমি ভুলে গেছি। বিজেপি অনেক টাকা খরচ করে মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু এগুলো অন্যায়ের টাকা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না।”
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ তীব্র হচ্ছে। সন্দেশখালির মাটি থেকে শুভেন্দু ও মমতার পাল্টা-পাল্টি মন্তব্য সেই সংঘর্ষকে আরও উষ্ণ করেছে।