কলকাতা
চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court allows doctors to continue their sit-in

Truth of Bengal: চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিস স্ট্যান্ডার ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিল।
আর জি করের ঘটনা প্রায় ৯০দিন অতিক্রান্ত হয়েছে। এখনো সিবিআই চার্জশীট দিতে পারিনি। সেই আবহে জয়নগর এবং ফারাক্কার ঘটনায় অভিযুক্তদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড হলেও, আরজিকরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্তরা।
এদিকে তদন্তে গাফিলতির অভিযোগ করছেন নির্যাতিতার বাবা এবং মা ভরসা রাখতে পারছে না সিবিআই-এর তদন্ত প্রক্রিয়ার উপর। এমনকি নিম্ন আদালতে শুনানি প্রক্রিয়া প্রায় শেষ।
অন্যদিকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার আইনজীবীও সরে দাঁড়াচ্ছেন। এই আবহে আবারও রাজপথকে আন্দোলনের জন্য বেছে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।