দেশপ্রযুক্তি

সাইবার জালিয়াতির সম্পর্কে মানুষকে সচেতন করতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের

Central government's new initiative to make people aware of cyber fraud

Truth Of Bengal: ভারতে ক্রমশ বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে বাড়ছে অনলাইন জালিয়াতির সংখ্যা। আলাদা আলাদা পদ্ধতিতে জালিয়াতরা ঠকাতে এবং টাকা চুরি করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জালিয়াতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ভারত সরকারের অধীনস্থ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পক্ষ থেকে ফ্রি WhatsApp Channel চালু করা হয়েছে।

ট্রাই তাদের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ লিঙ্ক শেয়ার করেছে। যে কোনো হোয়াটসঅ্যাপ ইউজার এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে যোগ দিতে পারবেন। ট্রাইয়ের নতুন এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে অনলাইন সাইবার জালিয়াতির সম্পর্কে জানা যাবে। অনলাইনে জালিয়াতরা কীভাবে আম জনতাকে ভয় দেখিয়ে বা ভুলিয়েভালিয়ে বোকা বানিয়ে জোচ্চুরি করে সেই বিষয় এই চ্যানেলে জানানো হবে। সোশ্যাল মিডিয়াতে হরদম প্রচারিত ভুয়ো খবর সম্পর্কেও ট্রাইয়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানানো হবে।

জালিয়াতরা ফোন করলে কী বলা উচিত তাও ট্রাই এই চ্যানেলের মাধ্যমে জানা যাবে।সাইবার জালিয়াতির শিকার হলে কোথায় ও কীভাবে অভিযোগ জানাতে হবে এবং কী কী নথিপত্র দিতে হবে তাও এই চ্যানেলের মধ্যে দিয়ে জানানো হবে। ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরওয়ার্ড হওয়া ভুয়ো খবর সম্পর্কে এই চ্যানেলে সচেতনতা প্রচার করা হবে।

পাশাপাশি, অপ্রয়োজনীয় প্রমোশনাল কল ও এসএমএসের হাত থেকে বাঁচার পদ্ধতি সম্পর্কে এই চ্যানেলে ভিডিও শেয়ার করা হবে। ভারত সরকার বা বিএসএনএল, জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থার টাওয়ার বসানোর নাম করে কী করে ঠকানো হয় আর এই সংক্রান্ত সরকারি নিয়মকানুন সম্পর্কে এই চ্যানেলে জানানো হবে। বিদেশি অজানা মোবাইল নম্বর থেকে ফোন এলে কী করা উচিত তাও TRAI এর WhatsApp Channel এ জানানো হবে।

Related Articles