খেলা

নেশন লিগে ক্রোয়েশিয়ার কাছে আটকে গেল রোনাল্ডোহীন পর্তুগাল

Ronaldo-less Portugal held by Croatia in Nations League

Truth Of Bengal: উয়েফা নেশন লিগে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আটকে গেল রোনাল্ডোহীন পর্তুগাল। খেলার ফল ১-১। তবে ম্যাচ ড্র করলেও গ্রুপ শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিলেন ব্রুনো ফার্নান্ডেজরা।

আগের ম্যাচে পোলান্ডের বিপক্ষে খেলার পরই সাংবাদিকদের পর্তুগিজ অধিনায়ক সিআর সেভেন জানিয়েছিলেন, গ্রুপের শেষ ম্যাচে ক্রোটদের বিপক্ষে তিনি খেলবেন না। ফলে তাঁর অনুপস্থিতিতে লুকা মদ্রিচদের বিপক্ষে জয় এল না পর্তুগালের।

সিআর সেভেন না থাকলেও, ম্যাচের ৩৩ মিনিটে জোয়াও ফেলিক্স স্কোরশিটে নাম তুলে প্রথম এগিয়ে দেন পর্তুগিজদের। অবশ্য তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি পর্তুগিজ ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ক্রোটদের হয়ে গোল করে সমতায় ফেরান জসকো। এরপর আর কোনও পক্ষই চেষ্টা করেও গোলের সন্ধান পায়নি।

এদিনই গ্রুপের অপর একটি ম্যাচে ফের হারের দেখল লেওয়ানডস্কির পোল্যান্ড। আগের ম্যাচে পর্তুগালের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর, সোমবারও জয় অধরা থাকল পোলিশদের। স্কটল্যান্ডের কাছে ২-১ গোলে হারতে হল পোল্যান্ডকে। ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় স্কটিশদের হয়ে প্রথম গোল করেন জন ম্যাকগিন। এরপর ৫৯ মিনিটের পাথায় পোল্যান্ড সমতায় ফেরে কামিলের গোলে। কিন্তু তবুও তাঁদের শেষরক্ষা হল না। খেলার অতিরিক্ত সময়ে ফের স্কটিশদের হয়ে পোল্যান্ডের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন অ্যান্ড্রু রবার্টসন।

এই ম্যাচ হেরে গ্রুপ-এ সবার শেষেই থাকলেন পোলিশরা। ৬ ম্যাচের মাত্র ১টিতে জয় এবং ১টি ড্র নিয়ে তাঁদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্য দিকে, ৬ ম্যাচের দুটিতে জয় এবং একটি ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইলেন স্কটিশরা।

Related Articles