আন্তর্জাতিক

ডেটে গেলে টাকা দেবে সরকার! কারণ শুনলে চমকে যাবেন

The government will pay you to go on a date! You will be surprised to hear the reason

Truth of Bengal: আমেরিকার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় ইস্যু ছিল গর্ভপাত আইন। রিপাবলিকানদের একটা বড় অংশ গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে। এর বিরুদ্ধে সরব হয়ে  পথে নেমেছেন সে দেশের মেয়েরা। মেয়েদের শরীর, তাঁদের ইচ্ছার ওপর খবরদারি করার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ দেখা গেছে। আর এর মাঝেই এবার সন্তান না নেওয়ার সিদ্ধান্তকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে রাশিয়া।

রাশিয়ার সংসদের নিম্নকক্ষে এই মর্মে চূড়ান্ত বিল পাস হয়েছে। নিঃসন্তান থাকার সিদ্ধান্তকে ‘ওয়েস্টার্ন প্রোপাগেন্ডা’ বলে উল্লেখ করা হয়েছে। দেশের জন্মহার কমে যাচ্ছে। তাই নাকি এই অভিনব রাস্তা বেছে নিয়েছে রুশ সরকার।

এখানেই শেষ নয়। যৌন মন্ত্রক তৈরি করার কথাও ভাবছে সরকার। সেই মন্ত্রকের কাজ হবে দেশে জন্মহার বাড়ানোর বিষয়টিতে নজর দেওয়া। ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ করেছে সরকার। একান্তে সময় কাটানোর কথা বলা হচ্ছে দম্পতিদের। রাত ১০ টা থেকে ২ টো পর্যন্ত বন্ধ থাকবে আলো। বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবাও।

এমনকি, প্রথমবার যারা ডেটিং-এ যাচ্ছেন তাদেরকে টাকা দেবে সরকার ! হ্যাঁ, ঠিকই শুনেছেন। পাশাপাশি, মহিলাদের মধ্যে যারা কর্মরত নন, সন্তানকে পালন করতে যাতে সমস্যা না হয়, সেদিকটা মাথায় রেখে অর্থসাহায্যও করা হবে তাঁদের।

উল্লেখ্য, এবছর সেপ্টেম্বরে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, রাশিয়ার জন্মহার গত ২৫ বছরের তুলনায় অনেকটাই কম। অন্যদিকে, ইউত্রেনের সঙ্গে যুদ্ধে মৃত্যুহার বেড়েছে একধাক্কায়। জনসংখ্যায় ভারসাম্য আনতেই তাই এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

তবে, আজকের দিনে বহু মহিলা তো বটেই, অনেক যুগলও সন্তান নিতে চান না। পশ্চিমি দেশগুলোর পাশাপাশি বিয়ে, সংসার, সন্তানধারণের প্রতি অনীহা দেখা যাচ্ছে এশিয়ার দেশগুলোতেও। সেই আবহে পুতিন সরকারের এমন সিদ্ধান্ত আলোড়ন ফেলে দিয়েছে।

Related Articles