দেশ

প্রেমের মর্মান্তিক পরিনতি! অন্তঃসত্ত্বা কিশোরী প্রেমিকাকে খুন করে পুঁতে দিল প্রেমিক

Tragic change of love! Boyfriend killed and buried pregnant teenage lover

Truth Of Bengal: ফের প্রেমে বলি! এবার প্রেমিকের হাতে প্রাণ হারালো অন্তঃসত্ত্বা কিশোরী প্রেমিকা। অভিযোগ উঠেছে খুন করার পর দুই সঙ্গীর সঙ্গে মিলিত হয়ে প্রেমিকাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মেয়েদের এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাই নিজের ভালোবাসার মানুষ তথা প্রেমিককে বিয়ে করার কথা বলেছিল। কিন্তু অভিযুক্ত সে কিশোর বিয়ে করার পরিবর্তে প্রেমিকাকে গর্ভপাত করার জন্য চাপ দিচ্ছিল। পুলিশ জানিয়েছে নিহত ১৯ বছরের কিশোরী সোনি সমাজ মাধ্যমে অনেক বেশি সক্রিয় ছিলেন। পশ্চিম দিল্লির নাংলোই এলাকার ওই কিশোরের ফলোয়ার সংখ্যা ছিল ৬০০০-এর অধিক। তার প্রোফাইলে তার প্রেমিক সেলিমের আঁকা ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেলিমের ইনস্টাগ্রামেও ছেয়েছিলো সোনির ছবি।

তদন্তকারী পুলিশ আধিকার দাবি, সাত মাসের অন্তঃসত্ত্ব ছিলেন এই সোনি। এরপর অন্তঃসত্ত্ব প্রেমিকাদের প্রেমিক কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু সেলিমের কোন মত ছিল না, এর পরিবর্তে সে গর্ভপাত করার জন্য জোর দিতে থাকে প্রেমিকাকে। সম্প্রতি এই নিয়ে তাদের মধ্যে অশান্তি বাধতে শুরু করে। এই অশান্তির ধীরে দুই সঙ্গে সঙ্গে মিলে নিজ হাতে নিজের প্রেমিকার প্রাণ নিয়ে নেয়। ইতিমধ্যে তার এক সঙ্গী ও তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আর অন্য আরেক অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তলাশা চালাচ্ছে পুলিশ।

Related Articles