সুন্দরবনের ‘সুন্দরীনি’, আন্তর্জাতিক পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
'Sunderini' of Sundarbans, excited Chief Minister after receiving international award

Truth Of Bengal: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্যের দুগ্ধ সমবায় ‘সুন্দরীনি’। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশনের বার্ষিক অনুষ্ঠানে এই সমবায়কে ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে।
Happy to share another success story involving our Sundarbans women!
Our milk cooperative Sundarini (Sundarban Cooperative Milk Union & Livestock Producers’ Union) and NDDB together have won a prestigious international award from the International Dairy Federation.
The award… pic.twitter.com/FvLD6B8nRA
— Mamata Banerjee (@MamataOfficial) October 19, 2024
‘সুন্দরীনি’ নামের এই দুগ্ধ সমবায়টি বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। ছোট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলাকে একত্রিত করে প্রতিদিন ২০ হাজার লিটার দুধ উৎপাদন করছে। এছাড়াও, তারা প্রতি দিন প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য তৈরি করছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’ আয় করেছে ৪ কোটি টাকা।
এই সম্মানের জন্য ১৫৩টি আন্তর্জাতিক ডেয়ারি সংস্থা আবেদন করেছিল, যার মধ্যে ‘সুন্দরীনি’ সেরা হিসেবে নির্বাচিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মন্তব্য করেন, “সুন্দরবনের মহিলাদের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। আমি সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাতে চাই।”
রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মহিলাদের কর্মসংস্থানে উৎসাহ প্রদান করে আসছে, এবং এই সাফল্যকে তারা নিজেদের সাফল্য হিসেবেই মনে করছে। ‘সুন্দরীনি’র এই অর্জন রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।