Truth Of Bengal: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট গ্রহণ করেন। অভিযুক্তরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ও প্রাক্তন ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, অপর মেয়ে আজমিনা সিদ্দিক।এর আগে গত বৃহস্পতিবার আরও ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁদের মধ্যে আছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ রাজউকের সাবেক কয়েকজন কর্মকর্তা।
দুদক জানিয়েছে, পূর্বাচলে ৬০ কাঠা জমি অনিয়মভাবে নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্য এবং আরও ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে মোট ৮টি পৃথক মামলা দায়ের করা হয়। এই মামলাগুলো গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দায়ের করা হয়। মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন। যদিও কিছুদিন আগেই দেশে ফেরার হুংকার দিয়েছেন মুজিব কন্যা।